দক্ষিনদিনাজপুর

বালুরঘাটের খাঁপুর এলাকার মোবাইল টাওয়ারে উঠে পড়ল মানসিক ভারসাম্যহীন এক ছাত্র

সবার নজর এড়িয়ে এক মানসিক ভারসাম্যহীন তরুণ উঠে পড়লো মোবাইল টাওয়ারে। ঐ তরুণের নাম মিঠুন শীল(১৭)। ঘটনাটি বালুরঘাট থানার খাঁপুর কৈগ্রাম এলাকায়। 

জানা গিয়েছে, সতেরো বছর বয়সি ঐ তরুণ বহু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল। মঙ্গলবার তার পরিবারের লোকেরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাবে শুনেই সে পালিয়ে গিয়ে স্থানীয় একটি টাওয়ারে ওঠে পরে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকেরা টাওয়ার থেকে নামানোর জন্য অনুরোধ করলেও কর্ণপাত করেনি মিঠুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানা ও পতিরাম ফাঁড়ির পুলিশ। পরে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। দীর্ঘক্ষণ ওই তরুণকে টাওয়ার থেকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হয় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। এদিন সকাল সাতটা থেকে দুপুর দুটা পর্যন্ত চেষ্টার পর সকলে বুদ্ধি করে সরে যাওয়ার পর অবশেষে স্ব-ইচ্ছায় নেমে আসে ঐ তরুণ। হাফ ছেড়ে বাঁচে পুলিশ, দমকল এবং স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন। 

এবিষয়ে ঐ তরুণের দাদা জানান, সোমবার মিঠুনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে। তারপর রাতে তারা তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পাশে একটি টাওয়ারের কাছ থেকে মিঠুনের আওয়াজ পাওয়া গেলেও দেখতে পাওয়া যায়নি। পরের দিন সকালে সেই টাওয়ারের উপর মিঠুনকে দেখতে পান তারা। পরে প্রশাসনকে খবর দিলেও মিঠুন নিচে নামছিল না। তিনি আরও বলেন, ঘটনাস্থলে মানুষজন দেখে মিঠুন নিচে নামতে ভয় পাচ্ছে বলে তিনি জানান। 

এবিষয়ে স্থানীয় এক স্কুল শিক্ষক সুবীর চ্যাটার্জি জানান, খবর পেয়ে তারা ছুটে আসেন সেখানে। সেখানে গিয়ে দেখে মিঠুন টাওয়ারের উপর উঠে আছে। মিঠুন টাওয়ার থেকে নামলে তারা হাফ ছেড়ে বাঁচেন।